শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ট্রাম্পের নিয়মিত ব্রিফিং এর সময় হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি

 প্রকাশিত: ১১:৫১, ১১ আগস্ট ২০২০

ট্রাম্পের নিয়মিত ব্রিফিং এর সময় হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি

হোয়াইট হাউসের বাইরে গুলির শব্দ শোনার পর পোডিয়াম থেকে ট্রাম্পকে সরিয়ে নেয়া হয়েছে। সোমবার নিয়মিত ব্রিফিং শুরুর কয়েক মিনিটের মাথায় গুলির শব্দ হলে কোনো ঘোষণা ছাড়াই তাকে সরিয়ে নেয়া হয়।

এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যায় হোয়াইট হাউসের কাছে সিক্রেট সার্ভিস একজনকে গুলি করে। পরে নেতৃস্থানীয় কর্তৃপক্ষ রাষ্ট্রপতি ট্রাম্পের ব্রিফিং থেকে তাকে সরিয়ে নেন। খানিক বিশৃঙ্খল পরিস্থিতির পর প্রায় দশ মিনিটের মাথায় আবার পোডিয়ামে ফেরেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট জানান, হোয়াইট হাউসের কাছে কাউকে গুলি করেছে সিক্রেট সার্ভিস। সন্দেহভাজন ব্যক্তি সশস্ত্র ছিল।

পরে সিক্রেট সার্ভিসের এক টুইট বার্তায় বলা হয়, সেভেনটিনথ্ স্ট্রিট এবং পেনসিলভেনিয়া এভিনিউতে একটি গুলির ঘটনায় এক কর্মকর্তা সংশ্লিষ্ট ছিলেন বলে নিশ্চিত করছে সার্ভিস। ঘটনার পরে লোকটিকে এবং একজন সিক্রেট সার্ভিস অফিসারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো।

উল্লেখ্য, সোমবার স্বাভাবিক ভাবেই শুরু হয় হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলন। পোডিয়ামে এসে যু্ক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে শুরু করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক মিনিটের মাথায় তার দিকে এগিয়ে আসেন সিক্রেট সার্ভিসের এক কর্মী। কিছু একটা বলতেই ট্রাম্প তার সঙ্গে হেঁটে পিছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন। ট্রাম্পের সাথে ঘটনাস্থলে উপস্থিত মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন ম্নুচিন ও ম্যানেজমেন্ট ও বাজেট অফিসের পরিচালক রাসেল ভাটও ভেতরে প্রবেশ করেন। তখন অপর এক কর্মী দরজা বন্ধ করে দেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: