শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

টানা ১০০ দিন ধরে করোনায় সংক্রমণ শনাক্ত হয়নি নিউজিল্যান্ডে

 প্রকাশিত: ১৩:১৯, ৯ আগস্ট ২০২০

টানা ১০০ দিন ধরে করোনায় সংক্রমণ শনাক্ত হয়নি নিউজিল্যান্ডে

নিউজিল্যান্ডে টানা ১০০ দিন ধরে করোনা ভাইরাসে সংক্রমিত কোনো রোগী শনাক্ত হয়নি। রবিবার দেশটির কর্তৃপক্ষ এমনটি জানায়। নিউজিল্যান্ডের স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালইক বলেন, ১০০ দিন করোনার সংক্রমণ না থাকা একটি উল্লেখযোগ্য মাইলফলক। তবে এতে আমাদের আত্মতুষ্ট হওয়া যাবে না।

গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। দেশটিতে গত ১ মে সর্বশেষ করোনা রোগী শনাক্ত করা হয়। করোনার প্রকোপ দেখা দেওয়ার পর গত ১৯ মার্চ সীমান্ত বন্ধ করে দেয় নিউজিল্যান্ড। করোনা নিয়ন্ত্রণে সফলতার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রশংসিত হয়েছে দেশটি।

নিউজল্যান্ডে এ পর্যন্ত ১ হাজার ২১৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ২২ জন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: