শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

এডিটর`স চয়েস

টাইটানিকের অবিকল একটি রেপ্লিকা বানাচ্ছে চীন

 প্রকাশিত: ১৪:৩৯, ১৯ মে ২০২১

টাইটানিকের অবিকল একটি রেপ্লিকা বানাচ্ছে চীন

আটল্যান্টিক মহাসাগরের অতলে ডুবে যাওয়া ঐতিহাসিক যাত্রীবাহী জাহাজ টাইটানিকের অবিকল একটি রেপ্লিকা বানাচ্ছে চীন। সিচুয়ান প্রদেশের দায়িং কাউন্টির এক থিম পার্কে নির্মাণ চলছে এই বিশাল রেপ্লিকার।

এক প্রতিবেদনে জানানো হয়, আসল জাহাজটির মতো এটিও ২৬৯.০৬ মিটার লম্বা এবং ২৮.১৯ মিটার প্রস্থের হবে। এই রেপ্লিকার মাধ্যমে মানুষ আসল টাইটানিকের যাত্রী হওয়ার মতো অনুভূতি নিতে পারবে।

রোমানদিসা থিম পার্কে স্থাপন করা হবে এই জাহাজটি। মূল জাহাজে যে পরিমাণ খাবার হল, থিয়েটার, পর্যবেক্ষণ ডেক এবং সুইমিং পুলি ছিলো রেপ্লিকাতেও তাই থাকবে। কিউজ্যাং নদীর একটি জলাধারে রেপ্লিকাটি স্থায়ীভাবে রাখা থাকবে। সেখানে যাত্রীরা এক রাত অবস্থানের সুযোগ পাবেন। তবে রেপ্লিকাটি কবে নাগাদ খুলে দেয়া হবে তা এখনো জানা যায়নি।

২০১৬ সালে প্রকল্পটি শুরুর কথা প্রথম জানা যায়। রেপ্লিকাটি নির্মাণে ২৩ হাজার টন স্টিল লাগছে। এতে ব্যয় হচ্ছে একশ’ কোটি ইউয়ান। 
 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: