শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বর্ষাকালে মশার উপদ্রব থেকে বাঁচতে যে সব গাছ লাগাবেন

 প্রকাশিত: ০৮:৩৮, ২৪ জুন ২০২১

বর্ষাকালে মশার উপদ্রব থেকে বাঁচতে যে সব গাছ লাগাবেন

 বর্ষাকাল মশার বংশবৃদ্ধির সময়। এ কারণে বর্ষাকালে মশার উপদ্রব বাড়ে। এই সময় ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকনগুনিয়ার মতো মশাবাহিত রোগ বেশি হয়। তাই মশার উপদ্রব থেকে বাঁচতে বাড়ি লাগান এই ৫টি গাছ।

১.লেবু
লেবু পাতার গন্ধ মানুষের জন্য রিফ্রেশিং হলেও মশা, মাছি এটা একদম সহ্য করতে পারে না। তাই মশা তাড়াতে বাড়িতে লেবু গাছ লাগান।

২.রসুন
রসুনের তীব্র গন্ধ থেকে মশা দূরে থাকে। তাই বাড়িতে রসুন গাছ লাগালে মশার উপদ্রব থেকে সহজে মুক্তি পাওয়া যায়। বাড়িতে রসুন গাছ লাগান।

৩.গাঁদা ফুল
গাঁদা ফুলের গন্ধে শুধু মশা নয়, যে কোনো পোকামাকড় এর ধারে কাছে ঘেঁষে না। তাই বাড়ির চারপাশে গাঁদা গাছ লাগান। দূরে থাকবে মশা, মাছি, পোকামাকড়।

৪.তুলসি
তুলসির  অনেক ঔষধি গুণ আছে। তুলসি গাছ পরিবেশকে জীবাণুমুক্ত, বিশুদ্ধ রাখতে সাহায্য করে। তুলসির গন্ধ মশা, মাছি, পোকামাকড়কে দূরে রাখে। তাই বাড়িতে টবে হলেও তুলসি গাছ লাগান।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: