শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ইসলাম

জুমার দিন দোয়া কবুলের বিশেষ মুহূর্ত

 প্রকাশিত: ০৯:০১, ৯ জুলাই ২০২১

জুমার দিন দোয়া কবুলের বিশেষ মুহূর্ত

জুমার দিন। মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত-দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো। এ দিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে। পবিত্র কোরআন ও হাদিসে জুমা’র দিনের অনেক গুরুত্ব ও তাৎপর্য বর্ণিত হয়েছে।

হযরত মোহাম্মদ (সা) একটি হাদীসে বর্ননা করেছেন –

“ প্রতি শুক্রবার একটি প্রতিযোগিতা হয়। সেখানে ফেরশতারা মাসজিদ অর্থাৎ  আল্লাহর ঘরের সামনে  দাঁড়িয়ে থাকে এবং লিখতে থাকে কে প্রথমে আসলো, কে দ্বিতীয় এবং কে তৃতীয়......। “ ( সহীহ আল বুখারী )

তবে আমরা যারা ঈমান এনেছি , আল্লাহ এবং তার রাসুলের উপর বিশ্বাস স্থাপন করেছি তারা  হয়তো অনুভব করতে পারিনা বা বুঝতে পারিনা এখানে একটি প্রতিযোগিতা চলছে। কিন্তু আমরা এটা তখনি বুঝতে পারবো যখন আমরাও এই প্রথমে আসার পথে আসবো। 

সুতরাং , আসুন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি শুক্রবারের মাসজিদে একটু আগে আসতে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং শুক্রবারকে প্রাধান্য দিয়েছেন , তাই আপনারাও এই দিনকে প্রাধান্য দিন। 

হাদীসে এসেছে –

“শুক্রবারে সূর্য উদয়ের সাথে সাথে  শুরু হয়ে যায় সপ্তাহের সেরা দিন। এ দিনেই হযরত আদম (আ)’কে  সৃষ্টি করা হয়েছিল এবং শুক্রবারেই পুনরুত্থান ঘটবে…”  (মুসলিম)

এই দিনের গুরুত্ব বোঝাতে অনেক কিছুর উদাহরন দেয়া যায়। আলহামদুলিল্লাহ্‌এই দিনটি আল্লাহর রহমত দিয়ে ঘেরা। আল্লাহ রাব্বুল আলামিনকে  অনেক অনেক শুকরিয়া তিনি আমাদেরকে এমন একটি রহমতপূর্ন দিন দিয়েছেন। শুক্রবার দিনটিতে এমন একটি ঘন্টা আছে যখন আপনি যদি কায়মনবাক্যে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে কিছু  চান, তাহলে আল্লাহ আপনাকে সেটা দান করবেন । অবশ্যই যদি আপনি 

অন্যায় কিছু দাবী না করেন ।  ইন শা আল্লাহ , আপনি সেটা পেয়ে যাবেন।

“ শুক্রবারে এমন একটি ঘণ্টা রয়েছে , যখন কোন মুসলিম যদি সেই সময় পায় এবং আল্লাহর কাছে যা চায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে সেই জিনিস  দান করবেন, ( আল্লাহর রাসূল(সা) সেই সময়ে সংক্ষিপ্ততা সম্পর্কে বুঝানোর জন্য হাতের আঙ্গুল দিয়ে ঈশারা করেন।“ ( সহীহ আল বুখারী)

আমরা সাধারণত মানুষদেরকে বলে থাকি , দিনের শুরু’তে আল্লহর কাছে সাহায্য প্রার্থনা করে শুরু করুন। বারবার আল্লাহর কাছে দোয়া করুন এবং দিনের শেষ পর্যন্ত করতে থাকুন। ইন শা আল্লাহ , আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। 

যদি কোন ব্যক্তি আল্লাহর সাহায্যের জন্য, রহমতের জন্য মরিয়া হয়ে থাকে , থাওলে সে অবশ্যই শুক্রবারের সেই সময়টিকে খুজে নিবে এবং সারাক্ষন আল্লাহর কাছে প্রার্থনা করবে। কেননা তিনি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবার সেই বিশেষ সময়ের দোয়া কবুলের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: