শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জাহাঙ্গীরনগরে ৭ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু

 প্রকাশিত: ১৫:২৮, ১১ সেপ্টেম্বর ২০২১

জাহাঙ্গীরনগরে ৭ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু

শুরু হতে যাচ্ছে ভর্তি যুদ্ধ। আসন কম প্রতিযোগী বিপুল, এরই মধ্যে নিজের মেধার সাক্ষর দিয়ে, নিজ আসনটি পেতে মরিয়া হাজারো মেধাবী শিক্ষাথ্রী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী ৭ নভেম্বর থেকে শুরু হবে চলতি বছরের ভর্তি পরীক্ষা।
অন্যান্য বছরের মতো শিফট পদ্ধতিতেই এ পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মো. আবু হাসান বলেন, ‘আমাদের ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় গৃহীত সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করে এ সিদ্ধান্ত নিয়েছেন। মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে এ তারিখেই পরীক্ষা শুরু হবে ইনশাআল্লাহ।’

ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান আরো বলেন, ‘আগের পদ্ধতিতেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়া হচ্ছে। ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় চারটি উপ কমিটি গঠন করেছে। প্রশ্ন কমিটির ব্যাপারে অনুষদের ডিনদের চিঠি দেয়া হয়েছে।’ 

আবু হাসান আরো বলেন, ‘২১ সেপ্টেম্বর থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। এবারের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস ও হলে প্রবেশ করতে হবে। মাস্ক ছাড়া কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। শারীরিক দূরত্ব বজায় রাখতে ভর্তি পরীক্ষার পরিসর বাড়ানোর ব্যাপারে চিন্তা ভাবনা চলছে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজ ভবনে পরীক্ষার আসন বিন্যাস করা হতে পারে।’ 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: