শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

জর্ডানের সামরিক অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ

 প্রকাশিত: ১৬:০৩, ১১ সেপ্টেম্বর ২০২০

জর্ডানের রাজধানী আম্মানের জারকা শহরে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ খবর দিয়েছে মিডল ইস্ট আই।

জারকা শহরের উপকণ্ঠে সামরিক ঘাঁটিটিতে একের পর এক বিস্ফোরণ ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া ভিডিওতে দেখা গেছে, আগুনের কুণ্ডলী ব্যাঙের ছাতার মতো রাতের আকাশের উপরের দিকে উঠে গিয়েছে। চারদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।


ঘটনা স্থলে আগুনের একাধিক স্ফুলিঙ্গ দেখা যায়। বিস্ফোরণের শব্দে শহরের বাসিন্দাদের ঘরবাড়ির জানালা চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে।

জর্ডানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, জারকা শহরের পশ্চিমে ঘাবাবি এলাকায় এ বিস্ফোরণ ঘটে। যেখানে দেশটির একটি সামরিক ঘাঁটি রয়েছে।

এ দিকে মধ্যপ্রাচ্যের দেশটির গণমাধ্যম বিষয়ক প্রতিমন্ত্রী আমজাদ আদাইলেহ জানান, অনধ্যুষিত এলাকায় অব্যবহৃত মর্টার বোমা রাখার একটি গুদাম ঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ বিস্ফোরণের উৎপত্তি বলে তিনি জানান।

এক বিবৃতিতে আদাইলেহ বলেন, ‘সামরিক জেনারেল কমান্ড সূত্রে জানা গেছে যে, বিস্ফোরণের ফলে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের ঘটনা সামনে আসেনি।’

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: