শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চীনে প্রবৃদ্ধির রেকর্ড ১৮.৩ শতাংশ

 প্রকাশিত: ১৪:৩০, ১৬ এপ্রিল ২০২১

চীনে প্রবৃদ্ধির রেকর্ড ১৮.৩ শতাংশ

হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর উপত্যকায় প্রায় পাঁচ হাজার বছর পূর্বে মানব সভ্যতার পাদপীঠ চৈনিক সভ্যতার বিকাশ ঘটেছিলো। তারই পরিমার্জিত ও পরিবর্ধিত রূপ বর্তমান গণচীন। যেখানে চলতি বছরের প্রথম প্রান্তিকে করোনাভাইরাস মহামারির ক্ষতি কাটিয়ে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) রেকর্ড ১৮ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

মহামারির মধ্যে গত বছরের শুরুতে দেশটির অর্থনীতিতে যে মন্থর গতি দেখা গিয়েছিল, তার ঠিক উল্টো পরিসংখ্যান প্রকাশ করা হয় শুক্রবার।
সংবাদ সংস্থা এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, শিল্প কারখানায় পুরোদমে কর্মযজ্ঞ শুরু ও প্রত্যাশার চেয়ে বেশি রফতানির ফলে সহজে এই প্রবৃদ্ধি অর্জন করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: