শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চীন-ভুটান সমঝোতায় বিপাকে ভারত

 প্রকাশিত: ২২:০৬, ১৫ অক্টোবর ২০২১

চীন-ভুটান সমঝোতায় বিপাকে ভারত

ভুটান ও চীন এ দুই সীমান্তবর্তী রাষ্ট্র গত বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। একে তারা ভুটান-চীন সীমান্ত আলোচনা দ্রুততর করার জন্য ‘তিন-ধাপের রোডম্যাপ’ বলে অভিহিত করেছে। ভুটান বলছে, এটি আলোচনার জন্য নতুন উদ্দীপনা প্রদান করবে এবং উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি সফল সিদ্ধান্ত নিয়ে আসতে পারে।

এই সমঝোতা স্মারকটি এমন সময়ে এসেছে যখন পূর্ব লাদাখের সামরিক অচলাবস্থা নিরসনে চীনের সঙ্গে ভারতের নিজস্ব আলোচনা ভেস্তে গিয়েছে। ভারতের মতো ভুটানেরও চীনের সাথে সীমানা নিয়ে বিরোধ রয়েছে এবং ১৯৮৪ সাল থেকে দুই পক্ষের মধ্যে ২৪ বার সীমান্ত নিয়ে বৈঠক হয়েছে। শেষবার তারা এই সীমানা আলোচনা করেছিল ২০১৬ সালে, ২০১৭ সালের ডোকলাম বিতর্কের আগে। ভুটান এবং চীনের মধ্যে সমস্ত সীমান্তের সম্পর্ককে ভারত ঘনিষ্ঠভাবে অনুসরণ করে কারণ বিতর্কিত অঞ্চলগুলোর উপর চীনা দাবি নয়াদিল্লির জন্য গুরুতর নিরাপত্তা প্রভাব ফেলে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে অত্যন্ত সতর্ক ছিল। তারা শুধু বলেছে যে, সরকার চুক্তি স্বাক্ষর করার বিষয়টি পর্যবেক্ষণ করছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: