শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চরম ঝুঁকিতে রয়েছে ৩ কোটি ৭০ লাখ শিশুর ভবিষ্যৎ

 প্রকাশিত: ০৮:৫২, ২০ অক্টোবর ২০২১

চরম ঝুঁকিতে রয়েছে ৩ কোটি ৭০ লাখ শিশুর ভবিষ্যৎ

করোনাভাইরাস মহামারির কারণে প্রায় দেড় বছর দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এই দীর্ঘ সময়টাতে বেশিরভাগ সময়ই শিক্ষার্থীদের থাকতে হয়েছে গৃহবন্দী। বিশেষ করে করোনা সংক্রমণ কখনো উর্ধ্বমুখী, কখনোবা নিম্নমুখী ছিল। করোনা আক্রান্তদের প্রতি নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি, পর্যাপ্ত চিকিৎসার অভাবসহ নানামুখী প্রতিবন্ধকতার কারণে অবরুদ্ধ অবস্থায় কেটেছে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগের করোনাকাল। এই সময়ে সবচেয়ে বেশি শিশু শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ ও ইউনেস্কো। কোভিড-১৯ মহামারির কারণে পড়াশোনার ব্যাপক ক্ষতি হওয়ায় বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ শিশুর ভবিষ্যৎ ঝুঁকিতে রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। গতকাল মঙ্গলবার ইউনিসেফ ও ইউনেস্কো প্রকাশিত এশিয়ায় শিক্ষা খাতের ওপর ‘কোভিড-১৯ এর প্রভাব ও মোকাবিলা কার্যক্রম বিষয়ক পরিস্থিতি বিশ্লেষণ’ (সিটএন রিপোর্ট) শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: