শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে ইরান

 প্রকাশিত: ২২:২০, ১৬ আগস্ট ২০২০

আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে ইরান

ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে ইরান। গতকাল শনিবার এ হুমকি দেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত বিশাল ভুল করেছে।

ওয়াশিংটন ডিসির উপসাগরীয় দেশ বিশ্লেষণ বিষয়ক সিনিয়র উপদেষ্টা করাসিক বলেন, ‘ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আট মিনিটের মধ্যে আরব আমিরাতে আঘাত হানতে পারে’। তারা স্পর্শকাতর অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে অথবা তারা শুধুমাত্র মনস্তাত্বিক যুদ্ধের অংশ হিসেবে মরুভূমিকে লক্ষ্যবস্তু করতে পারে।

‌’সম্প্রতি ইরানি নৌবাহিনীর মহড়াগুলোতে এমন একটি ক্ষেপণাস্ত্র দেখা গেছে যা ভূগর্ভস্থ লঞ্চার থেকে এসেছে। এটি নতুন ছিল এবং সতর্ক বার্তা দিচ্ছে। এরপরও দুবাই ও অন্যান্য শহরগুলো এখনো নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত হয়।’

নিরাপত্তা বিশ্লেষক কারাসিক বলেন, ইরান ইতিমেধ্যই ইরাক ও ইয়েমেনে তার ছায়া বাহিনীর মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরবের বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। নতুন হুমকি গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

রুহানি বলেন, নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের আরেক দফা বিজয় নিশ্চিত করতে এই চুক্তি করা হয়েছে। যে কারণে ওয়াশিংটন থেকে এই চুক্তির কথা ঘোষণা করা হয়। এখন কেন ঘোষণাটি এসেছে প্রশ্ন রেখে ইরানি প্রেসিডেন্ট বলেন, যদি এটি কোনো ভুল চুক্তি না হতো, তাহলে তৃতীয় আরেকটি দেশে বসে কেন ঘোষণাটি দেয়া হয়েছে? আমেরিকায় একজন যাতে নির্বাচনে জয়ী হতে পারেন, তা নিশ্চিত করতে আমিরাত তাদের দেশের লোকজন, মুসলমান ও আরব বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: