শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোয়েন্দা নজরদারিতে রয়েছে ডজনখানেক ই-কমার্স প্রতিষ্ঠান

 প্রকাশিত: ১০:০৮, ২৬ সেপ্টেম্বর ২০২১

গোয়েন্দা নজরদারিতে রয়েছে ডজনখানেক ই-কমার্স প্রতিষ্ঠান

সাধারণ গ্রাহকের কোটি কোটি টাকা লোপাট ও বিদেশে টাকা পাচারের সংশ্লিষ্টতা খতিয়ে দেখার পাশাপাশি এক ডজন ই-কমাস প্রতিষ্ঠানকে নজরদারীর মধ্যে রেখেছে একাধিক সংস্থা। একই সাথে এসব প্রতিষ্ঠানের কর্ণধারদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করছে গোয়েন্দারা। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংকটকে পুঁজি করে ওইসব প্রতিষ্ঠান প্রতারণা করে এসেছে দীর্ঘদিন ধরেই। লোভনীয়, চটকদার ও ধামাকা অফারের খপ্পরে পড়ে পুঁজি হারিয়ে পথে বসার উপক্রম লাখ লাখ গ্রাহকের। আসল পণ্যের ছবি দেখিয়ে নকল পণ্য দেয়া ও বিকাশে অগ্রিম টাকা নিয়ে পণ্য না পাঠানোসহ প্রতারণার যেন শেষ নেই তাদের।

সিআইডির একজন দায়িত্বশীল কর্মকর্তা গতকাল দৈনিক ইনকিলাবকে বলেন, দেশে ই-কমার্স ব্যবসা পরিচালনায় আলাদা কোনো আইন নেই। তবে ন্যাশনাল ডিজিটাল কমার্স পলিসি ২০১৮ নামে একটি নীতিমালা থাকলেও তা কার্যকর নেই। আমরা চেষ্টা করছি নতুন করে আর যেন ঠগবাজ প্রতিষ্ঠান গড়ে উঠতে না পারে সেদিকে বিশেষ নজর দিতে। এরই মধ্যে এক ডজন ই-কমাস প্রতিষ্ঠানকে নজরদারীর মধ্যে আনা হয়েছে। এ সব প্রতিষ্ঠানের কর্ণধারদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এদের মধ্যে অনেকেই দেশের বাইরে টাকা পাচার করেছেন। যা তদন্ত করা হচ্ছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: