শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

গত ২৪ঘন্টায় খুলনায় আরও ১১ জনের মৃত্যু

 প্রকাশিত: ১০:৪১, ১৭ জুলাই ২০২১

গত ২৪ঘন্টায় খুলনায় আরও ১১ জনের মৃত্যু

 খুলনার দুই হাসপাতালে গত ১দিনে(শনিবার সকাল ৯টা) করোনায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এর আগে গত ১৬ জুলাই খুলনার হাসপাতালগুলোতে ১৩ জন ও ১৫ জুলাই আরও ১৯ জন মারা যান।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন খুলনার টুটপাড়া এলাকার পারভীন আক্তার (৫৫), সেলিনা হোসেন (৫০), শেখ আবুল হোসেন (৬৫), পাইকগাছার বায়েজিদ সরদার (৪৫), খালিশপুর এলাকার মো. ইলাহি (৬৫), নড়াইলের মোয়াজ্জেম হোসেন (৭০) এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন যশোর নীলগঞ্জের জাকির হোসেন (৫৭), খুলনার দিঘলিয়ার সাহিদা বেগম (৫৫), শেখপাড়া সোনাডাঙ্গার মাহমুদা খানম (৫৯) ও নড়াইল লোহাগড়া এলাকার আবুল হোসেন (৮৫)।  
জানা যায়, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৪০৩ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫৭ জন।

এদিকে খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গতকাল ৬৩২ জনের নমুনা পরীক্ষায় ২০০ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৪৬১ জনের নমুনা পরীক্ষায় ১৪৯ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া বাগেরহাটে ৩০, সাতক্ষীরা ১, যশোর ১৪, নড়াইল ২, পিরোজপুর ২, ঢাকা ১ ও বরিশালে ১ জনের করোনা শনাক্ত হয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: