শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনায় দোকানপাট ও শপিংমল বন্ধের নতুন সময় নির্ধারণ

 প্রকাশিত: ২০:৩৬, ৩ আগস্ট ২০২০

করোনায় দোকানপাট ও শপিংমল বন্ধের নতুন সময় নির্ধারণ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাত ৮টার মধ্যে হাটবাজার-দোকানপাট ও শপিংমল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ই-কমার্স সাইট ব্যবহারে আহ্বান জানানো হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক স্মারকে বিষয়টি জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, হাটবাজার-দোকানপাট ও শপিংমলে সামাজিক দুরত্ব বজায়সহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করতে হবে। শপিংমলের প্রবেশপথে তাপমাত্রা নির্ণয়ক যন্ত্রসহ হাত ধোয়ার ব্যবস্থা ও স্যানিটাইজার রাখতে হবে। হাটবাজার-দোকানপাট ও শপিংমল অবশ্যই রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।

এছাড়াও এই আদেশে শর্তসাপেক্ষে দেশে নিয়ন্ত্রিত চলাচলের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। আগামী ৪ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২০ পর্যন্ত এ নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে এবং সাপ্তাহিক ছুটি এ নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত থাকবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: