শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

 প্রকাশিত: ১৪:০৬, ২৪ জানুয়ারি ২০২১

করোনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী মারুফ হোসেন মিনা মারা গেছেন।

শনিবার (২৩ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বাংলানিউজকে নিশ্চিত করেন জাবির প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের সভাপতি অধ্যাপক নুরুল করিম।

তিনি বলেন, ‘প্রথমে করোনার কোনো উপসর্গই ছিল না মারুফের। কিছুদিন ধরে পেটের পীড়ায় ভুগে তিনি সাভারের এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মুগদা হাসপাতালে পাঠান। সেখানে করোনা শনাক্ত হওয়ার একদিনের মাথায়ই মারা যান তিনি। ’

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: