মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, চৈত্র ৫ ১৪৩০, ০৯ রমজান ১৪৪৫

ইসলাম

করোনাকালে যেভাবে সময় কাটাচ্ছেন তাবলিগী সাথীরা

 প্রকাশিত: ০০:২২, ১৪ মে ২০২০

করোনাকালে যেভাবে সময় কাটাচ্ছেন তাবলিগী সাথীরা

করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটি চলছে পুরো দেশে। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ সব কিছু। সব কিছুতে এক রকম স্থবিরতা। এসময়ে এজতেমায়ী আমলের সুযোগ না থাকায় বিকল্প পদ্ধতীতে দাওয়াতী কার্যক্রম এগিয়ে নিচ্ছেন তাবলিগী সাথীরা।

কিভাবে চলছে বর্তমান পরিস্থিতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া দাওয়াতী এ জামাতের কার্যক্রম, এ ব্যাপারে পল্লবী থানার তাবলিগী সাথী প্রকৌশলী আহনাফ ফেরনিয়াত বলেন, করোনাকালীন সময়ে তাবলীগ জামাতের এজতেমায়ী আমলগুলো চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। তবে সাথীরা এসময় সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে হালকার বিভিন্ন মসজিদের জিম্মাদারদের মধ্যে পারস্পরিক যোগাযোগ রক্ষা করছেন। এবং তারা এই সময়টাতে মুরব্বীদের দেওয়া হেদায়াত অনুযায়ী ঘরোয়া আমলগুলো ঠিকমতো পালন হচ্ছে কিনা এব্যাপারে বিশেষ খোঁজ খবর রাখছেন।

এছাড়া বর্তমান সময়ে তাবলিগী সাথীরা বাসায় তালিম বাড়িয়ে দিয়েছেন বলে জানা গেছে। বাসায় তালিমের আমল বাড়ানোর মাধ্যমে শিশুদের উপর এর ভাল প্রভাব পড়বে বলে ধারণা করছেন অনেকে। এতে দ্বীনি কথা শোনার দ্বারা তাদের অন্তর খারাপ জিনিসের প্রভাব থেকে মুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এসব আমলের পাশাপাশি মসজিদভিত্তিক স্বচ্ছল সাথীরা মানবিকতার আহ্বানে সাড়া দিয়ে বর্তমান করোনা পরিস্থিতিতে সংকটে পড়া আর্থিকভাবে  দুর্বল সাথীদের প্রতি বিশেষ খেয়াল রাখছেন। বিভিন্নভাবে তাদের আর্থিক সহায়তা করছেন।

এদিকে সাথীদের সহায়তার পাশাপাশি  বৃহত্তর উত্তরার তাবলিগী সাথীরা করোনার সময়ে বেশ আগে থেকেই আলেমদের নুসরত করছেন বলে জানা গেছে।

রমজানে মাদরাসার ছাত্র ও উস্তাদদের বড় একটা অংশ তাবলিগে সময় লাগানোর কারণে অনেক সাথী এসময় চিল্লায় গিয়ে তাদের কুরআন সহী করার চেষ্টা করতেন। কিন্তু এব্যারের রমজানে সে সুযোগ না থাকায় কুরআন সহী নেই এমন সাথীরা বাসায় থেকেই সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবার যাদের কুরআন সহী আছে, তারা বরকতময় এ মাসে করোনার কারণে ছুটির এসময়টাতে কুরআন শরীফ মুখস্ত করছেন এমন খবরও পাওয়া গেছে।

এছাড়া বিশিষ্ট আলেমদের সাথে সুসম্পর্ক অছে এমন সাথীরা আলেমদের রাহনুমায়ীতে তাফসীর ও বিভিন্ন গঠনমূলক ধর্মীয় বই পড়ে সময় কাটাচ্ছেন। সব মিলিয়ে নিজের আত্মশুদ্ধিতে সময় ব্যয় করছেন তাবলিগী সাথীরা এমন খবর পাওয়া গেছে বিভিন্ন জায়গা থেকে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: