শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

এডিটর`স চয়েস

করোনা সংকটকালে মুসলমানদের মানবিকতা

 প্রকাশিত: ০৮:৫৭, ৩ জুন ২০২১

করোনা সংকটকালে মুসলমানদের মানবিকতা

মুসলিমদের শত্রুরা ঐক্যবদ্ধ। তারা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে সুযোগ পেলেই ঝাপিয়ে পড়ে। শুরু থেকেই এ ধরনের ঘটনা ঘটে এসেছে। বিশ্বব্যাপী মহামারিরূপে বিস্তৃত করোনাভাইরাসের সাথে কোন পর্যায়েই মুসলিমদের নাম আসেনি। তবে উপমহাদেশে করোনার বিস্তারের সাথে মুসলিমদের নাম জড়িয়ে যায়। আর একে পুঁজি করে মুসলিমবিরোধী কত যে অপপ্রচার চালানো হয়েছে তার ইয়ত্তা নেই।

গত বছর ভারতের রাজধানী দিল্লিতে তাবলীগ জামাতের কেন্দ্রীয় মারকাযে এক সম্মেলন অনুষ্ঠিত হয়, যাতে যোগ দেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত মুসলিমরা। সম্মেলন শেষে কিছু মুসল্লির মাঝে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়ায় ভারতীয় প্রোপাগান্ডাকারী মিডিয়া তাবলীগ জামাতের সাথে সংশ্লিষ্ট মুসলিমদের ‘করোনা বোমা’ আখ্যায়িত করে। নানা ধরনের প্রতিবেদন তৈরি করে ভারতে করোনা বিস্তারের জন্য মুসলিমদের দায়ী করা হয়। একই সময়ে ভারতের বিভিন্ন প্রান্তে হিন্দু ধর্মাবলম্বীদের বহু সমাবেশ অনুষ্ঠিত হলেও সেগুলোকে উপেক্ষা করে গেছে ভারতীয় মিডিয়া। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দিল্লি মারকাযের সম্মেলনে যোগদানকারীদের বিরুদ্ধে মামলা হয় এবং দীর্ঘদিন কারাগারে থাকার পর আদালত তাদের নির্দোষ ঘোষণা ও ভারত ত্যাগের অনুমতি দেয়।
ভারতে এখন চলছে করোনার দ্বিতীয় ঢেউ এবং একই সাথে ব্ল্যাক, ইয়েলো ফাঙ্গাসের মহামারি। গত মাসেই ভারতে কুম্ভ মেলায় কয়েক কোটি হিন্দুর সমাবেশ ঘটে এবং তারা গঙ্গা স্নানে অংশ নেয়। বিভিন্ন মিডিয়াতে এ সমাবেশের বিরুদ্ধে আওয়াজ তোলা হলেও তা গ্রাহ্য করেনি ভারতীয় হিন্দুত্ববাদী বিজেপি সরকার। এর ফলে তাদের ভোগ করতে হচ্ছে করুণ পরিণতি। প্রতিদিন মারা যাচ্ছে ৩-৪ হাজার করে মানুষ। এটি সরকারি হিসাব। কিন্তু বেসরকারি হিসাবে এ সংখ্যা অনেক বেশি।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: