শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

`কঠিন বছরের` মুখোমুখি পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা

 প্রকাশিত: ১৪:৫৭, ৭ মে ২০২১

`কঠিন বছরের` মুখোমুখি পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা

মহামারির তৃতীয় তরঙ্গের সঙ্গে লড়াই করছে পাকিস্তান। এরই মধ্যে সে দেশের শিক্ষাব্যবস্থা একেবারে থমকে গেছে। সন্তানদেদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন সে দেশের মা-বাবারা। দিন যতই গড়াচ্ছে, সন্তানদের অভিভাবকরা আরো হতাশ হয়ে পড়ছেন।

করোনার জেরে বারবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত করেছে পাকিস্তান সরকার। শিক্ষা প্রতিষ্ঠান না চালু করে অনলাইনে ক্লাসের দিকেও ঝুঁকেছে দেশটি।

এমনকি চূড়ান্ত পরীক্ষা পর্যন্ত বিলম্বিত করা হয়েছে। এসব কারণে, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগতে থাকা অভিভাবকরা আরো হতাশ হয়ে পড়েছেন।

অথচ, করোনাকালেও সন্তানদের পড়াশোনার জন্য তাদের নানা ধরনের ফি দিয়ে যেতে হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও তাদের সন্তানরা তেমন কিছুই শিখতে পারছে না।

পাকিস্তান সরকার এর আগে প্রতিশ্রুতি দিয়েছে, বর্তমান পরিস্থিতি সত্ত্বেও তারা পরীক্ষা সম্পন্ন করবে। কিন্তু গত সপ্তাহের সরকারি সিদ্ধান্তে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরা হতাশ হয়ে পড়েছেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: