শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

ওমরাহ হজ্জের উদ্দেশ্যে বাংলাদেশের সাত ক্রিকেটার

 প্রকাশিত: ১৮:০৫, ১৬ সেপ্টেম্বর ২০২১

ওমরাহ হজ্জের উদ্দেশ্যে বাংলাদেশের সাত ক্রিকেটার

টানা কয়েকটি সিরিজ খেলার মানসিক চাপ কাটাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বর্তমানে বিশ্রামে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দলগত অনুশীলন থেকে ক্রিকেটাররা ছুটি পেলেও মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে ব্যক্তিগত অনুশীলন। তবে এরই মাঝে পবিত্র ওমরাহ হজ পালন করতে সউদী আরব গেলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা পাঁচজনসহ বাংলাদেশের মোট ৭ ক্রিকেটার। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় সউদী এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকা থেকে সউদী আরবের উদ্দেশে রওয়ানা হয়েছেন তারা। ওমরাহ করতে যাওয়া বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা হলেন- নাইম শেখ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। এছাড়া তাদের সফরসঙ্গী হয়েছেন বোলার তাইজুল ইসলাম ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান। এই ৭ ক্রিকেটারের সঙ্গী হয়েছেন পেসার তাসকিন আহমেদের বাবা আব্দুর রশিদ।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: