শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

এপির প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

 প্রকাশিত: ১৬:০৩, ১৬ মে ২০২১

এপির প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শনিবার গাজায় অবস্থিত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কার্যালয় ভবন  হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এই সন্ত্রাসী হামলার বিষয়ে এপির প্রধান নির্বাহী কর্মকর্তা গেরি প্রিটের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন। 

শনিবার রাতে মার্কিন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিড প্রাইস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়, এপি প্রধানের সঙ্গে আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন সাংবাদিকতা ও সারাবিশ্বের সংবাদ সংস্থাগুলোর প্রতি তার অটুট সমর্থন জানান।

এতে আরো বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন সংঘাতপূর্ণ অঞ্চলের সংবাদ প্রচারে সাংবাদিকদের সীমাবদ্ধতার বিষয়ে তার অবগত থাকার বিষয়ে জানান। পাশাপাশি গাজায় এপির সদস্যদের নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেন তিনি।

এর আগে শনিবার গাজায় এপি ও সংবাদমাধ্যম আল জাজিরার অফিস থাকা ১৩ তলাবিশিষ্ট আল-জালা ভবন বিমান হামলায় গুড়িয়ে দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে, ওই ভবনে হামাসসহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর অবস্থান ছিল এবং সেখানে তারা ইসরায়েলে হামলার বিষয়ে পরিকল্পনা করছিল।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: