শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

বুরকিনা ফাসোয় বিদ্রোহীদের হামলায় ১১ জন পুলিশ সদস্য নিহত

 প্রকাশিত: ১৬:১৯, ২৩ জুন ২০২১

বুরকিনা ফাসোয় বিদ্রোহীদের হামলায় ১১ জন পুলিশ সদস্য নিহত

বিদ্রোহীদের হামলায় পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় অন্তত ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া হামলার পর থেকে নিখোঁজ রয়েছেন আরো ৪ পুলিশ সদস্য। মঙ্গলবার দেশটির সংঘর্ষ-পীড়িত উত্তরাঞ্চলে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার এক বিবৃতিতে বুরকিনা ফাসোর নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলীয় ইয়িরগোউ শহরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর এই হামলার ঘটনা ঘটে। 

হামলার পর নিখোঁজ পুলিশ সদস্যদের উদ্ধারে ও অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে সামরিক বাহিনী। অবশ্য হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলা মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে বুরকিনা ফাসো। সশস্ত্র এসব গোষ্ঠীগুলোর বেশিরভাগই জঙ্গিগোষ্ঠী আল কায়দা এবং আইএসর সঙ্গে সম্পৃক্ত।

এসব গোষ্ঠীর হামলায় দেশটিতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। ২০১৫ সালে দেশটির উত্তরে অবস্থিত মালি সীমান্তে প্রথম এ ধরনের হামলা শুরু হয়। পরে সেটা সারা দেশেই ছড়িয়ে পড়ে। ফলে পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সৃষ্টি হয়েছে তীব্র মানবিক সংকটের।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: