শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের অনুরোধ করছি: ওবায়দুল কাদের

 প্রকাশিত: ১৫:৪৪, ১ মে ২০২১

ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের অনুরোধ করছি: ওবায়দুল কাদের

ঈদের আগেই বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (০১ মে) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে নিয়মিত প্রেস ব্রিফংয়ে এ অনুরোধ জানান।

তিনি বলেন, আমি বিভিন্ন কল কারখানায় কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা ঈদের আগেই পরিশোধের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, আজ পহেলা মে, বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মে দিবস। শ্রমিকদের লড়াই, সংহতি, দৃঢ়তা ও রক্তের বিনিময়ে ছিনিয়ে আনা অর্জিত বিজয় দিবসই মে দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগেই বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে। একই দিনে বাংলাদেশ আইএলও এর ২৯টি কনভেনশন অনুসমর্থন করে যা ছিল একটি বিরল ঘটনা

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: