শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইসলামবিদ্বেষী পোস্টের প্রতিবাদে ভারতের বেঙ্গালুরুতে বিক্ষোভ

 প্রকাশিত: ১৪:১৩, ১২ আগস্ট ২০২০

ইসলামবিদ্বেষী পোস্টের প্রতিবাদে ভারতের বেঙ্গালুরুতে বিক্ষোভ

ভারতের বেঙ্গালুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামবিদ্বেষী পোস্টের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের গুলিতে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটেছে। 

ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানানো হয়েছে, বেঙ্গালুরুতে কংগ্রেস বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তির এক আত্মীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক একটি পোস্ট শেয়ার করার পরে বিধায়ক আবাস ও স্থানীয় থানায় ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, প্রচুর সংখ্যায় মানুষজন বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তির বাসভবনের সামনে জড়ো হয়ে ভাঙচুর করে এবং সেখানে থাকা গাড়ি ক্ষতিগ্রস্ত করে। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বলেন, গুলিতে দুই জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনারসহ ৬০ পুলিশকর্মী আহত হয়েছেন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তার মৃত্যু হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি সামাল দিতে ডিজে হাল্লি ও কেজি হাল্লি এলাকায় কারফিউ জারি করা হয়েছে এবং গোটা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ১১০ জনকে গ্রেফতার করেছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: