শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বলোনিয়া ও রোমে বিক্ষোভ সমাবেশ

 প্রকাশিত: ২১:৩৭, ১৬ মে ২০২১

ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বলোনিয়া ও রোমে বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বোমা হামলার প্রতিবাদে শনিবার (১৫ মে) স্থানীয় সময় দুপুর ২টায় বলোনিয়া এবং রোমে সান্তামারিয়া মার্জোরে গির্জার সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ বিক্ষোভ সমাবেশে অংশ নেয় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা। বিক্ষোভ সমাবেশে বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ হামলা মানবতার বিরুদ্ধে। গোটা বিশ্ব যখন করোনা মহামারিতে ক্লান্ত তখন ইসরায়েল পবিত্র রমজানের মধ্যে আবারো হামলা শুরু করেছে। 

তারা আরো বলেন, আল-আকসা মসজিদ চত্বরে নামাজরত মুসুল্লিদের ইসরায়েলি পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস এবং নির্বিচারে রাবার বুলেট ছুড়ে তিন শতাধিক ফিলিস্তিনিকে আহত করেছে। পুরো রমজান মাসজুড়ে পুলিশের বাড়াবাড়ি ছিল চরমে। নিরবচ্ছিন্ন দখলদারীর মধ্যেই নতুন করে আদালতের মাধ্যমে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উৎখাতের বিতর্কিত তৎপরতা শুরু করে ইসরায়েল।

এ সময় কয়েকজন ফিলিস্তিনি নাগরিক বিক্ষোভ সমাবেশে উপস্থিত ব্যক্তিদের তাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: