শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ইসলাম

আল্লাহর উপর ভরসার প্রতিফলন

 প্রকাশিত: ১১:৩৫, ১২ জুলাই ২০২১

আল্লাহর উপর ভরসার প্রতিফলন

মহান আল্লাহ বলেন,
 "তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা, তিনি ব্যতীত কোন (সত্য) উপাস্য নেই। অতএব তাঁকেই গ্রহণ কর কর্মবিধায়করূপে।"
                 (সূরা মুযযাম্মিল; আয়াত: ৯)

  আপনি কি কখনো হৃদয়মাঝে দুশ্চিন্তা অনুভব করেছেন? 

 "কেমন হবে যদি ব্যাপারটি কাজ না করে?"

  "যদি আমি এই অবস্থা থেকে বের না হতে পারি?"...

 সত্য হচ্ছে, জীবনের কোনো না কোনো মুহূর্তে আমরা এভাবে চিন্তা করতে বাধ্য হয়েছি৷ কখনও কখনও এত বেশি অনিশ্চয়তা আমাদের ঘিরে ধরে, এত কষ্টকর দীর্ঘ পথ পাড়ি দিতে হয় যে পথের শেষপ্রান্তে আমরা কোনো আলোকরশ্মির সন্ধান পাই না। সে সময়ে একটি ওষুধের খুবই প্রয়োজন, যেটি অলৌকিকভাবে দুর্ভাবনার সমস্ত অলিগলি থেকে আমাদের দূরে সরিয়ে নিয়ে যাবে। 

ওষুধটি আমাদের কাছেই আছে। সেটির নাম 'তাওয়াক্কুল' (আল্লাহর প্রতি ভরসা)। যেকোনো ওষুধের বড়ির মতো কখনও কখনও এটি গিলে ফেলাও কঠিন কাজ৷ এমন কিছু মুহূর্ত আসে, যখন মনে হয় আদতে কি এই ওষুধটি কাজ করবে অথবা এটি কি শুধু নিজেকে সুস্থ মনে করানোর একটি অস্ত্রমাত্র! কিন্তু আল্লাহ রাব্বুল আ'লামীন- এক ও অদ্বিতীয়- মহাবিশ্বের সবকিছুই যার নিয়ন্ত্রণে, তিনি বলছেন: 

"...আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে- তার জন্যে তিনিই যথেষ্ট।"
                          (সূরা তালাক; আয়াত: ৩) 

 তাওয়াক্কুল কী
 
তো, আল্লাহর উপর নির্ভর করা মানে কী; তাঁর উপর তাওয়াক্কুলের অর্থ কী?

এর অর্থ আপনার অন্তরকে দৃঢ় রাখা। এ বিষয়ে, মুসলিম স্কলার ইবনে আতা'ইল্লাহ বলেছেন: 

“পরিকল্পনা করার পর সমস্ত দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্তি দিন; আল্লাহ আপনার কাছ থেকে যা নিজের হাতে নিয়েছেন তা ভেবে নিজেকে উদ্বিগ্ন করবেন না।"
 

তাওয়াক্কুলের সাথে সাথে বাহ্যিক কিছু প্রতিবন্ধকতা এবং সংগ্রামের পথও আমাদেরকে পাড়ি দিতে হবে। সেগুলো হলো- যথাযথ পরিকল্পনা, সুযোগ কাজে লাগানো এবং কঠোর পরিশ্রম। কিন্তু আমাদের হৃদয়ে এগুলোর ব্যাপারে কোনো দুশ্চিন্তা রাখা যাবে না। 

যদি আপনি অসুস্থ হন, সর্বোত্তম অপশনটিই আপনাকে খুঁজে নিতে হবে: একজন পেশাদার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। যদি আপনি একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে যান, তাহলে যথাযথ মানদণ্ড অনুযায়ী আপনাকে আবেদন পত্রটি তৈরি করতে হবে। কিন্তু আপনি এটাও জানেন যে, দিনের সমস্ত কাজ এবং যন্ত্রণা অতিক্রমের পর নিজের মনকে পরিপূর্ণ বিশ্রাম দেয়া উচিত। কেন?

আল্লাহ হলেন 'আল-ওয়াকীল; যার অর্থ তিনিই তাঁর বান্দাদের সমস্ত বিষয় পরিচালনা করেন এবং তাদের প্রতি অত্যন্ত যত্নশীল। তিনি কখনও তাদের ত্যাগ করেন না বা অন্য কোথাও ছেড়ে যান না। তিনি নিজেই তাঁর এই নামটি দিয়েছেন এবং আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে আমরা বুঝতে পারি এটি তাঁর অপরিহার্য একটি বৈশিষ্ট্য; এ কারণেই, আমরা কখনোই হতাশ হবো না। আমাদের পরিকল্পনা মতো সবকিছু না চললেও আমরা বিশ্বাস রাখি রাব্বুল আ'লামীন আমাদেরকে এর চেয়েও উত্তম কিছু দেবেন।

আমরা আমাদের সমস্তকিছু তিনি ছাড়া উত্তম আর কারও কাছে অর্পণ করতে পারি না। এ কারণেই যখন কুরআনে তাওয়াক্কুলের কথা এসেছে, আল্লাহ তাঁর ক্ষমতার কথা আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন এভাবে:

"তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা, তিনি ব্যতীত কোন (সত্য) উপাস্য নেই। অতএব তাঁকেই গ্রহণ কর কর্মবিধায়করূপে।"
                    (সূরা মুযযাম্মিল; আয়াত: ৯)

এবং তিনি আরও বলেছেন:

"...তুমি তাঁর উপর ভরসা করো যিনি চিরঞ্জীব..." 
                    (সূরা আল-ফুরকান; আয়াত: ৫৮)

সূরা মুযযাম্মিলে আল্লাহ আমাদেরকে বলছেন যে, তিনি পূর্ব এবং পশ্চিমের রব। তো আমাদের চাহিদা কি এতই বেশি যা পূর্ব - পশ্চিমকেও ছাড়িয়ে যাবে? সূরা ফুরকানে তিনি আমাদেরকে বলছেন তাঁর উপরই নির্ভর করতে যিনি চিরঞ্জীব। আমরা মানুষের উপর কীভাবে ভরসা করি যেখানে মানুষ মরণশীল?

যদি তাওয়াক্কুলের শর্ত হয় এটি যে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব; কী হবে যদি তা না করি? 

ইমাম আহমেদ বলেন, তার জীবনের সবচেয়ে খুশির দিন ছিল সে দিন, যেদিন সকালে তিনি ঘুম থেকে উঠে দেখলেন তার ঘরে কোনো খাবার নেই। এটা দেখে তার খুশির কারণ ছিল তাকে ওই দিনে পুরোপুরিভাবে আল্লাহর উপর ভরসা করতে হবে। ইমাম আহমদ ছিলেন খুবই গরীব। আমাদের মতো বাজারে গিয়ে যা মনে চায় তাই কেনা তার পক্ষে একেবারে অসম্ভব ছিল। 

 আল্লাহর উপর তাওয়াক্কুলের জন্য ট্রেনিংয়ের প্রয়োজন। আমরা মানুষ এবং প্রতিটি মুহূর্তেই আমরা অনিশ্চয়তা, একাকীত্ব, 'সবকিছু আমার হাতের বাইরে'.... এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে পারি। 'আচ্ছা, সব ঠিক আছে'- এই অনুভূতি নিজের মাঝে আনা খুবই জরুরী। কেননা এভাবেই প্রতিটি মুহূর্তে আল্লাহর মহত্ব এবং তাঁর প্রতি আমাদের বিশ্বাসের কথা স্মরণ করা উচিত। 

কোনো ডাক্তারের প্রতি আমরা যেভাবে নির্ভর করি, ঠিক সেভাবেই যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর নির্ভর করি যেখানে আমরা জানি যে তিনিই আমাদের জন্য সর্বোত্তম, তিনি আমাদের জন্য সর্বোচ্চ করবেন - এই বিশ্বাস আমাদের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়৷ 

যখন আমরা আরও বেশি অসহনীয় এবং অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি হই, তখন এই প্রশান্তির পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। কারণ, যখন আমরা আসলেই আল্লাহর উপর তাওয়াক্কুল করব, তখন পরিস্থিতি থেকে পালানোর জন্য কখনোই হারাম পথের সন্ধান করব না। কেননা আমরা তো তাঁর উপরই ভরসা করেছি যিনি নিজেই ফলাফল নির্ধারক। 

অনিশ্চিয়তার সাগরে হাবুডুবু খেতে থাকলে এখুনি উচিত 'আল্লাহর উপর তাওয়াক্কুল' এর একটি ডোজ গিলে ফেলা। সাধ্যমতো চেষ্টা করুন, কিন্তু অবশ্যই ভরসা রাখুন সেই সত্তার প্রতি, যিনি আপনার প্রয়োজন পূরণে সর্বাপেক্ষা সক্ষম।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: