শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আফগানিস্তানে অপরাধের শাস্তি প্রকাশ্যে দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা

 প্রকাশিত: ২০:২৭, ১৬ অক্টোবর ২০২১

আফগানিস্তানে অপরাধের শাস্তি প্রকাশ্যে দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা

আফগানিস্তানে যেকোনো অপরাধের শাস্তি প্রকাশ্যে দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান সরকার। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বৃহস্পতিবার টুইটারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আফগানিস্তানের মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নিয়েছে, যেকোনো ধরনের অপরাধের শাস্তি প্রকাশ্যে দেওয়া যাবে না। তবে দেশের সর্বোচ্চ আদালত যদি অপরাধীদের প্রকাশ্যে শাস্তি দিতে বলেন, তাহলে সেটা করা যাবে।  

জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, কোনো অপরাধীকে দণ্ডিত করার পর তার শাস্তি সম্পর্কে বিস্তারিত জানাতে হবে। এতে করে মানুষ তার অপরাধ সম্পর্কে জানতে পারবে।

এর আগে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে ‘বন্দুকযুদ্ধে’ চার অপহরণকারী নিহত হন। ২৫ সেপ্টেম্বর তাদের মরদেহ ক্রেনে ঝুলিয়ে রেখে শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান তালেবান সদস্যরা। পরে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনা হয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: