শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

এডিটর`স চয়েস

আজ গোড়ান-সাটিয়াচড়া প্রতিরোধ যুদ্ধ দিবস

 প্রকাশিত: ০৯:৪৪, ৩ এপ্রিল ২০২১

আজ গোড়ান-সাটিয়াচড়া প্রতিরোধ যুদ্ধ দিবস

আজকে  ৩ এপ্রিল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার  গোড়ান-সাটিয়াচড়া প্রতিরোধ যুদ্ধ দিবস। ঢাকার বাইরে বাংলাদেশের প্রথম প্রতিরোধ যুদ্ধ হিসেবে পরিচিত এই যুদ্ধ।

আজ থেকে ৫০ বছর আগে ৭১-র ২৫ মার্চ কালরাতের পর ৯ দিনের মাথায় ৩ এপ্রিল ঢাকার বাইরে মির্জাপুরের গোড়ান-সাটিয়াচড়ার এই প্রতিরোধ যুদ্ধ সংঘটিত হয়। এতে  ৩১ জন ইপিআরসহ ১০৭ জন বাঙালি শহীদ হন। এই প্রতিরোধ যুদ্ধে তিন শতাধিক পাকসেনা হতাহত হয় বলে মুক্তিযোদ্ধারা জানিয়েছেন। দীর্ঘ ৪৯ বছর পর গোড়ান-সাটিয়াচড়ায় শহীদ স্মরণে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ।
 স্থান হিসেবে তাঁরা বেছে নেন ঢাকা-টাঙ্গাইল মাহসড়কসংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়ান-সাটিয়াচড়া নামক গ্রাম দুটি। ২ এপ্রিল সংগ্রাম পরিষদ খবর পান ৩ এপ্রিল পাকবাহিনী টাঙ্গাইল প্রবেশ করবে। হাইকমান্ড এবং সংগ্রাম পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সে সময়কার গণপরিষদ সদস্য বর্তমান টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের নেতৃত্বে ৩১ জন ইপিআর গোড়ান-সাটিয়াচোড়ায় পরিখা খননের কাজ শুরু করেন।

 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: