শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আগামী ২৫ মে থেকে চীনের টিকার ১ম ডোজ দেয়া শুরু: স্বাস্থ্যমন্ত্রী

 প্রকাশিত: ১৪:৫২, ১৭ মে ২০২১

আগামী ২৫ মে থেকে চীনের টিকার ১ম ডোজ দেয়া শুরু: স্বাস্থ্যমন্ত্রী

চীনের টিকার প্রথম ডোজ দেয়া শুরু হবে আগামী ২৫ মে থেকে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা রাশিয়া, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে ভ্যাকসিনের জন্য কথা বলেছি। দ্বিতীয় ডোজের জন্য ভারত, যুক্তরাজ্যের সঙ্গে কথা বলছি। প্রধানমন্ত্রী নিজেও চেষ্টা করছেন। ভারতের কাছে অর্ডার আছে ৩ কোটি, পেয়েছি ৭০ লাখ। দ্বিতীয় ডোজ নিয়ে আমরা চিন্তিত।

তিনি বলেন, যেকোনো ভ্যাকসিন তৈরি করতে হলে ওষুধ প্রশাসনের আবেদন লাগে। যারা আবেদন করে যাচাই-বাছাই করে। আমাদের সিদ্ধান্ত ক্রয় করব, প্রয়োজনে উৎপাদনও করব। যাদের উৎপাদনের সক্ষমতা আছে তাদের এগিয়ে আসতে হবে। 

তিনি আরো বলেন, আমাদের টিকা ক্রয় করার চেষ্টা অব্যাহত থাকবে, তাহলে তাড়াতাড়ি আসবে। টিকা তৈরি করতে গেলে দীর্ঘ সময় লাগতে পারে। উৎপাদন করলেও পাঁচ-ছয় মাসের আগে করা সম্ভব না।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: