শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইতালির কুখ্যাত মাফিয়া বস ব্রুসকা জেল থেকে ছাড়া পেয়েছেন

 প্রকাশিত: ১৬:১৪, ২ জুন ২০২১

ইতালির কুখ্যাত মাফিয়া বস ব্রুসকা জেল থেকে ছাড়া পেয়েছেন

ইতালির কুখ্যাত কোসা নোস্ট্রা মাফিয়া বস জিওভান্নি ব্রুসকা জেল থেকে ছাড়া পেয়েছেন। দীর্ঘ ২৫ বছর কারাভোগের পর সোমবার রাজধানী রোমের রেবিব্বিয়া কারাগার থেকে মুক্তি পান সিসিলিয়ান এই মাফিয়া।

বিশ্বের সবচেয়ে ভয়ংকর মাফিয়া চক্রের কথা উঠলে শুরুতে আসবে সিসিলিয়ান মাফিয়াদের কথা। খুন, চোরাচালান, মাদক পাচার, মানব পাচার, অস্ত্র, স্বর্ণ-হিরে পাচারসহ হেন কোনো অপরাধ নেই, যা তারা করে না। সিসিলিয়ান মাফিয়াদের এত ক্ষমতা যে, কারাগারে রাখাও মুশকিল। অ্যাসিড দিয়ে ভয়ংকরভাবে এক শিশুর দেহ বিলীন করে দেয়ার মতো অপরাধও করেছেন তিনি।

১৯৯২ সালে ইতালিতে মাফিয়া-বিরোধী শীর্ষ প্রসিকিউটর জিওভানি ফ্যালকনকে হত্যা করেন তিনি। ওই হামলায় ফ্যালকন ছাড়াও তার স্ত্রী এবং তিন পুলিশ সদস্য নিহত হয়, যা দেশটির সবচেয়ে কুখ্যাত খুনের ঘটনাগুলোর একটি।

এ ছাড়া ব্রুসকা ১০০ জনের বেশি লোককে হত্যার পেছনে ভূমিকা রেখেছেন বলেও স্বীকার করেন। তার মধ্যে সবচেয়ে ভয়ংকর খুনটি করেন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা আরেক মাফিয়া বসের ১১ বছর বয়সী পুত্র গুইসেপ্পে ডি মাত্তেওকে অ্যাসিড দিয়ে হত্যা।

ব্রসকা প্রথমে ওই বালককে অপহরণ করেন এবং শ্বাসরোধ করে হত্যা করার আগে নির্যাতন চালান। পরে অ্যাসিড দিয়ে পুরো শরীর গলিয়ে ফেলেন। ফলস্বরূপ, ওই শিশুর পরিবার তাকে কবরও দিতে পারেনি।

১৯৯৬ সালে গ্রেফতার হন ব্রুসকা। পরে তিনি শাস্তি কমাতে রাজস্বাক্ষী হন। ১৯৮০ থেকে ১৯৯০ সালের মধ্যে সংগঠিত বিভিন্ন মাফিয়া চক্রের হামলার জন্য দায়ী গ্যাংস্টারদের সন্ধান দিতে তদন্তকারীদের সাহায্য করেন। যার কারণে তার শাস্তিও কমানো হয়।

সোমবার মুক্তি পাওয়ার আগেই বেশ কয়েকটি সাময়িক সময়ের জন্য কারাগার ত্যাগ করে ব্রুসকা। এখন চার বছরের জন্য প্যারোলে মুক্তি পেয়েছে। তবে ব্রুসকার মুক্তিতে তার হত্যাকাণ্ডের শিকার পরিবার ও তাদের আত্মীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: