শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

খেলা

আইপিএল নিলাম আজ, সরাসরি দেখা যাবে যেসব চ্যানেলে

 প্রকাশিত: ১১:০৩, ১৮ ফেব্রুয়ারি ২০২১

আইপিএল নিলাম আজ, সরাসরি দেখা যাবে যেসব চ্যানেলে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি)। নিলাম শুরু হবে বাংলাদেশ সময় ৩টা ৩০ মিনিটে। নিলামটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোটর্স ১ ও  স্টার স্পোটর্স ৩।

আইপিএলের নিলামে বাংলাদেশের চার ক্রিকেটার রয়েছেন। তারা হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন ও মাহমুদউল্লাহ।

এবার সবচেয়ে বেশি ৫৩.২০ কোটি ভারতীয় রুপি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব। এর পরেই রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কোহলির দল নিলামে নামবে ৩৫.৯০ কোটি ভারতীয় রুপি নিয়ে। কলকাতা নাইট রাইডার্স ও হায়দরাবাদ নিলামে নামতে পারে কমপক্ষে ১০.৭৫ কোটি ভারতীয় রুপি নিয়ে।  

ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ সর্বাধিক ২২ খেলোয়াড় রেখে দিয়েছে। কোহলিরা স্কোয়াডে রেখেছে শুধু ১২ খেলোয়াড়। রাজস্থান রয়্যালসের ছেড়ে দিয়েছে অধিনায়ক স্টিভেন স্মিথকেই। আগামী মৌসুমে দলটির নেতৃত্বে দেখা যাবে সঞ্জু স্যামসনকে। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: