শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় করোনায় মৃত্যুর রেকর্ড, ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি

 প্রকাশিত: ১২:৪২, ১৯ জুন ২০২১

খুলনায় করোনায় মৃত্যুর রেকর্ড, ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি

খুলনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গত ২৪ ঘন্টায় ১১ জন । বেড়েই চলেছে করোনায় মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এটাই এ পর্যন্ত খুমেকে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এরমধ্যে ৮ জন করোনায় ও তিনজনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে। এছাড়া খুমেকের পিসিআর মেশিনে ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় ১৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আজ শনিবার সকালে খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো  জানান, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে রেড জোনে ৮ জনের এবং ইয়ালো জোনে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। আর আইসিইউতে রয়েছেন ১৯ জন। শনিবার সকাল ১০টা পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে প্রায় পৌনে দুইশ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা করোনা হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যারা মারা গেছেন তারা হলেন-খুলনার রূপসার আবুল হোসেন (৬০), নগরীর লবণচরা এলাকার শাহজাহান (৪৯), যশোর কেশবপুরের মিজানুর রহমান (৫৮), কেশবপুরের আলেয়া (৬০), সাতক্ষীরার কলারোয়ার সাবদুল (৫১), কলারোয়ার আব্বাস গাজী (৬২), কালিগঞ্জের শেখ আইয়ুব আলী (৫৮) ও পিরোজপুরের মঠবাড়িয়ার মিনারা বেগম (৫৫)। এছাড়া উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

খুমেক হাসপাতালে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ১৫৫ জন রোগী ভর্তি ছিলেন। এদের মধ্যে রেডজোনে ৯৫ জন, ইয়ালোজোনে ২১ জন, এইচডিইউতে ২০ জন ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে প্রায় পৌনে দু’শ রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় ১৭১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে খুলনার ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন। এছাড়া বাগেরহাটে আটজন, যশোরে পাঁচজন, গোপালগঞ্জে তিনজন, সাতক্ষীরায় দুজন, নড়াইল, পিরোজপুর, ফরিদপুর ও মাগুরায় একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: