বুধবার ০৮ মে ২০২৪, বৈশাখ ২৫ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

ইসলাম

নামাজ প্রসঙ্গে

খালিদ সাইফুল্লাহ

 প্রকাশিত: ২২:১০, ১৯ অক্টোবর ২০২৩

নামাজ প্রসঙ্গে

প্রশ্ন: গতকাল আমি যোহরের তৃতীয় রাকাতে ভুলে সূরা ফাতিহার পর অন্য একটি সূরা পড়ে ফেলি। এক্ষেত্রে কি আমার উপর সিজদা সাহু ওয়াজিব হবে? আমি সাহু সিজদা করিনি, তো এখন আমার নামাযের হুকুম কি ?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার নামায আদায় হয়ে গেছে। এক্ষেত্রে সিজদা সাহু না করে ঠিকই করেছেন। কেননা ফরয নামাযের তৃতীয়, চতুর্থ রাকাতে সূরা ফাতেহার সাথে সূরা মিলালে সিজদা সাহু ওয়াজিব হয় না। তবে ফরয নামাযের তৃতীয়, চতুর্থ রাকাতে সূরা না মিলানো সুন্নত। হযরত আবু কাতাদাহ রা. থেকে বর্ণিত তিনি বলেন
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের প্রথম দুই রাকাতে সূরা ফাতেহা এবং সাথে আরো দুটি সূরা পড়তেন। আর শেষ দুই রাকাতে শুধু সূরা ফাতেহা পড়তেন। (সহীহ বুখারী, হাদীস ৭৭৬)
তাই এমন সব রাকাতে ইচ্ছাকৃত সূরা মিলানো থেকে বিরত থাকা জরুরী ।
আলমুহীতুর রাযাবী ১/৩২১; আলমুহীতুল বুরহানী ২/৩১৫; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৯২; রদ্দুল মুহতার ১/৪৫৯

Online_News_Portal_24

মন্তব্য করুন: