শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

ইসলাম

দুশ্চিন্তার সময় মহানবী সা: যে দোয়া পড়তেন

 প্রকাশিত: ২০:৩২, ১ ডিসেম্বর ২০২২

দুশ্চিন্তার সময় মহানবী সা: যে দোয়া পড়তেন

আমাদের জীবন চলার পথে কখনো দুশ্চিন্তায় পড়তে হয়। এটি আল্লাহর পরীক্ষাও বটে। এ পরিস্থিতিতে নিরাশ হওয়া যাবে না বরং এসব থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়া মুমিনের কর্তব্য। এ সময়ে আল্লাহর কাছে আমাদের দোয়া করা উচিৎ।

আল্লাহর রাসূল সা: দুশ্চিন্তার সময় একটি দোয়া পড়তেন, তা হলো-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَالعَجزِ وَالكَسَلِ، وَالبُخلِ وَالجُبنِ، وَضَلَعِ الدَّينِ وَقَهْرِ الرِّجَالِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি, ওয়া আউজু বিকা মিনাল আজযি ওয়াল-কাসালি, ওয়া আউজু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আউজু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল।’

অর্থ : হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।

বিখ্যাত সাহাবি হজরত আনাস রা: বর্ণনা করেন, রাসূল সা: চিন্তাগ্রস্ত অবস্থায় এই দোয়া পড়তেন। (বুখারি, হাদিস : ২৮৯৩)

মন্তব্য করুন: