শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

স্বাধীনতা দিবসের পূর্বেই আফগান সীমান্তে বেড়া দেবে পাকিস্তান

 প্রকাশিত: ০৯:২০, ১ আগস্ট ২০২১

স্বাধীনতা দিবসের পূর্বেই আফগান সীমান্তে বেড়া দেবে পাকিস্তান

দশকের পর দশক যুদ্ধের ফলে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন আফগানরা। তাদের বেশিরভাগই পূর্ব দিকে পাকিস্তানে কিংবা পশ্চিমে ইরানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। প্রতিবেশী দেশটিতে অশান্তির কারণে শরণার্থী সঙ্কটের আশঙ্কার মধ্যে পাকিস্তান সোমবার ঘোষণা করেছে যে, আফগান সীমান্তে বেড়া দেয়ার কাজ ১৪ আগস্টের মধ্যে শেষ করা হবে। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুসারে, বছরের প্রথম থেকেই পাকিস্তানে ১৪ লাখ ও ইরানে প্রায় ১০ লাখ আফগান শরণার্থী রয়েছে। উভয় দেশে অননুমোদিত আফগানদের সংখ্যা অনেক বেশি বলে অনুমান করা হয়।

পাকিস্তান এরই মধ্যে আরও শরণার্থী নেয়ার বিষয়টি অস্বীকার করেছে। এই প্রেক্ষিতে সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেন, আফগান সীমান্তে বেড়া দেয়া ১৪ আগস্টের মধ্যে শেষ হবে এবং ইরানের সীমান্তেও বেড়া দেয়ার কাজ ৪৬ থেকে ৪৮ শতাংশ শেষ হয়ে গেছে। তিনি বলেন, গত কয়েক বছরে ভিসা পুনর্নবীকরণ না করেই পাকিস্তানে হাজার হাজার বিদেশি বসবাস করছেন। রশিদ এই বিদেশীদের ১৪ আগস্টের আগে পাকিস্তান ছেড়ে যেতে বা অনলাইনে আবেদনের মাধ্যমে তাদের ভিসা পুনর্নবীকরণের জন্য বলেছেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: