সোমবার ০৬ মে ২০২৪, বৈশাখ ২৩ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে টিকা পাবে বাংলাদেশ

 প্রকাশিত: ০৭:৫২, ২৩ জুন ২০২১

যুক্তরাষ্ট্র থেকে টিকা পাবে বাংলাদেশ

বাংলাদেশকে করোনার টিকা দিতে চেয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের এসব জানান।

এদিকে গত সোমবার কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আট দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে নতুন করে ১ কোটি ৬০ লাখ ডোজ টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে হোয়াইট হাউস। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদেন বলেন, প্রয়োজনের বেশি টিকা নিয়ে বসে আছে উন্নত দেশগুলো। তিনি আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অন্যান্য ভ্যাকসিন ছাড়াও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সরবরাহ করবে। বাংলাদেশ অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা চেয়েছে। ভারতে তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা আসা বন্ধ হওয়ায় বাংলাদেশে দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে টিকার ঘাটতি রয়েছে। সেই ঘাটতি মেটাতে বাংলাদেশ সরকার এখন ভারতের বাইরে বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: