বুধবার ০৮ মে ২০২৪, বৈশাখ ২৫ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইউক্রেনের প্রতি ফ্রান্সের সমর্থন ‘অটল থাকবে’ : ম্যাক্রোঁ

 আপডেট: ১৩:১৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

ইউক্রেনের প্রতি ফ্রান্সের সমর্থন ‘অটল থাকবে’ : ম্যাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শনিবার ভোরে তার রুশ সমকক্ষ ভøাদিমির পুতিনকে ইউক্রেনের যুদ্ধ নিয়ে ‘ইউরোপীয়দের কোনো ক্লান্তির উপর ভরসা না করার’ ব্যাপারে সতর্ক করে প্রতিশ্রুতি দিয়েছেন কিয়েভের প্রতি ফ্রান্সের সমর্থন ‘অটল থাকবে’।

রাশিয়ার আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এক্স-এ এক বার্তায় তিনি লিখেছেন, ইউক্রেন বিধ্বস্ত এবং ক্ষতবিক্ষত কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। ইউক্রেন নিজের জন্য, তার আদর্শের জন্য, আমাদের ইউরোপের জন্য লড়াই করছে। ইউক্রেনের পক্ষে আমাদের প্রতিশ্রুতির ‘পরিবর্তন হবেনা’।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি পৃথক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট পুতিনের রাশিয়া যেন ইউরোপীয়দের কোন ক্লান্তির উপর নির্ভর না করে।’

মন্তব্য করুন: