সোমবার ২৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৫ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে লিবিয়া নিয়ে এরদোগানের চুক্তি

 প্রকাশিত: ২০:২৯, ৯ জুন ২০২০

ট্রাম্পের সঙ্গে লিবিয়া নিয়ে এরদোগানের চুক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লিবিয়া নিয়ে ‘কতিপয় চুক্তির’ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এক টেলিফোনালাপে লিবিয়া প্রসঙ্গে আলোচনার সময়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান। তিনি বলেন, মার্কিন প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কিছু চুক্তি হয়েছে যা লিবিয়ার সংঘাতের ক্ষেত্রে ‘নতুন যুগ’হিসেবে পরিচিত হতে পারে।

তুরস্ক আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফয়েজ আল-সররাজের সরকারকে সমর্থন করে। দেশটির স্বঘোষিত সরকার খলিফা হাফতারের বিরুদ্ধে ত্রিপোলিতে সামরিক সহযোগিতাও জোরদার করেছে দেশটি।

এরদোগান আরো বলেন, আমাদের ফোনালাপ চলাকালে আমরা কতিপয় চুক্তির সিদ্ধান্তে পৌঁছেছি। এক্ষেত্রে এই দুই দেশ একত্রে ‘সম্ভাব্য পদক্ষেপ’ গ্রহণ করতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জিএনএ’কে সমর্থন করে। তবে মার্কিন মিত্র দেশ মিশর, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব হাফতারকে সমর্থন করে বলে জানা গেছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: