শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মধ্যআকাশে সংঘর্ষের পর দুটি ভারতীয় সামরিক বিমান বিধ্বস্ত

 প্রকাশিত: ২১:১৯, ২৮ জানুয়ারি ২০২৩

মধ্যআকাশে সংঘর্ষের পর দুটি ভারতীয় সামরিক বিমান বিধ্বস্ত

ফাইল ছবি

রাজধানী নয়াদিল্লির প্রায় ৩০০কিলোমিটার (১৮৫ মাইল) দক্ষিণে অনুশীলনের সময় মধ্য আকাশে সংঘর্ষের পর দুটি ভারতীয় বিমান বাহিনীর ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে।

দুটি বিমানই শনিবার সকালে গোয়ালিয়র বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল এবং তার প্রায় ৫০কিলোমিটার (৩০মাইল) পূর্বে বিদ্ধস্ত হয়। 

কর্মকর্তা ধর্মেন্দর গৌর বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, “আমরা একটি বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছি এবং পাহাড়গড় বনে একজন আহত পাইলটকে পেয়েছি।

"অন্য প্লেনটি সম্ভবত সাইট থেকে আরও দূরে পড়ে গেছে এবং আমরা এটি সনাক্ত করতে দল পাঠিয়েছি।"

এদিকে স্থানীয় প্রশাসক অঙ্কিত আস্থানা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, একটি জেট থেকে তিনজন ক্রু সদস্যের মধ্যে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তৃতীয় ক্রু সদস্যের অবস্থা তাৎক্ষণিকভাবে পরিষ্কার ছিল না এবং দ্বিতীয় বিমানের ক্রু সম্পর্কে কোনও বিশদতথ্য প্রকাশ করা হয়নি।

এএনআই নিউজ এজেন্সি প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে একটি টুইটে বলেছে-ভারতের মধ্য প্রদেশ রাজ্যে যে বিমানদুটি বিধ্বস্ত হয়েছে সেটি ছিল সুখোই-৩০ এবং মিরাজ ২০০০

মন্তব্য করুন: