শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে জিহাদি হামলায় নিহত ৩৪

 প্রকাশিত: ১৫:১৫, ৫ জুলাই ২০২২

বুরকিনা ফাসোতে জিহাদি হামলায় নিহত ৩৪

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের বিভিন্ন গ্রামে চলতি সপ্তাহের শেষ দিকে সন্দেহভাজন জিহাদিদের হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে। সোমবার কর্মকর্তা ও বিভিন্ন সূত্র এ কথা জানা গেছে। খবর এএফপি’র।

বুকল দু মুহুমন আঞ্চলিক গভর্ণর বাবো পিরি বসিনগা বলেন, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোসি প্রদেশের বুরাসোতে রোববার রাতে চালানো হামলায় শিশুসহ ২২ জন নিহত হন।

নিরাপত্তা সূত্র জানায়, ‘অস্ত্রধারী ব্যক্তিরা বিকেল পাঁচটার দিকে ওই গ্রামে প্রবেশ করে এবং আকাশ অভিমুখে গুলি ছুড়ে। তারা রাতে আবারো এসে লোকজনের ওপর বেপরোয়া গুলিবর্ষণ করে।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নিরাপত্তা সূত্র জানায়, বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে ইয়াতাঙ্গা প্রদেশের নমিসিগুইমায় শনিবার চালানো এক হামলায় ১২ জন প্রাণ হারান।

বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর অন্যতম বুরকিনা ফাসোতে জিহাদি তৎপরতা বর্তমানে অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে। ২০১৫ সালে প্রতিবেশি দেশ মালিতে প্রথম জিহাদি তৎপরতা ছড়িয়ে পড়তে দেখা যায় এবং সেখান থেকে বুরকিনা ফাসোতে জিহাদিদের অনুপ্রবেশ ঘটে।

মন্তব্য করুন: