সোমবার ২৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৬ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সাড়ে ৮ কোটি কৃষকের ব্যাংকে টাকা হস্তান্তর করলেন নরেন্দ্র মোদি

 প্রকাশিত: ১১:১৬, ১০ আগস্ট ২০২০

সাড়ে ৮ কোটি কৃষকের ব্যাংকে টাকা হস্তান্তর করলেন নরেন্দ্র মোদি

ভারতে পিএম-কিষাণ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৮ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা হস্তান্তর করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার বার্ষিক ৬ হাজার টাকা আর্থিক অনুদানের লক্ষে কৃষকদের অ্যাকাউন্টে প্রায় ১৭ হাজার ১০০ কোটি টাকা ই-ট্রান্সফার করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, ২০১৮ সালে পর থেকে এই নিয়ে মোট ৬ কিস্তিতে এই টাকা হস্তান্তর করা হলো। সরাসরি নগদ হস্তান্তরের মাধ্যমে দেশটির ১০ কোটি কৃষক পরিবারে প্রায় ৯০ হাজার কোটি টাকা পৌঁছে দেয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।

ই-ট্রান্সফার ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেন, ১৭ হাজার কোটি টাকা সাড়ে ৮ কোটি কৃষকের ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। এক ক্লিকেই এই কাজ করেছি আমরা। এই কাজে কোনো মিডলম্যানের উপস্থিতি নেই। পুরো টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে গিয়েছে। তিনি আরো বলেন, আমি খুশি কারণ এই প্রকল্পের উপলক্ষ্য সফল হয়েছে।

জানা গেছে, একইদিনে এক লাখ কোটি টাকার কৃষি পরিকাঠামো তহবিল গঠনেও উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের লাখো কৃষক, সমবায় ব্যাংকের কর্মকর্তারা।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: