শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

চট্টগ্রামে একদিনে ৮ জন করোনায় আক্রান্ত

 প্রকাশিত: ১৬:১৬, ১০ আগস্ট ২০২২

চট্টগ্রামে একদিনে ৮ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ৮ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ৯ দশমিক ৫২ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি।  

জেলা সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল নগরীর ছয় ল্যাবরেটরিতে ৮৪ জনের নমুনা পরীক্ষা হয়। নতুন ৮ জন ভাইরাস বাহকের মধ্যে শহরের বাসিন্দা ৬ জন ও দুই উপজেলার ৩১ জন। হাটজাজারী ও বাঁশখালী উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন। এ যাবত জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৮ হাজার ৬৪০ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৭৮৪ জন ও গ্রামের ৩৪ হাজার ৮৭৬ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ১৯ নমুনা পরীক্ষায় শহর ও গ্রামের দুইজন করে ৪ জন আক্রান্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১১ জনের নমুনা পরীক্ষায় শহরের একজন পজিটিভ শনাক্ত হন। এপিক হেলথ কেয়ারে ২২টি নমুনা পরীক্ষায় শহরের ৩ জন ভাইরাসবাহক শনাক্ত হয়েছেন।

এছাড়া, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১১ জন ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে।

মন্তব্য করুন: