শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

ফিচার

ইমোতে নতুন ফিচার সংযোজন, রেকর্ড করা যাবে না কোনো তথ্য

 প্রকাশিত: ১২:৪৬, ২০ এপ্রিল ২০২১

ইমোতে নতুন ফিচার সংযোজন, রেকর্ড করা যাবে না কোনো তথ্য

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো'র তথ্য নিরাপত্তা নিয়ে সমালোচনার শেষ নেই। নিজেদের 'দুর্নাম' কিছুটা গুছাতে এবার ‘সিক্রেট চ্যাট’ ফিচার নিয়ে এনেছে অ্যাপটি। যা অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারীর তথ্যে সুরক্ষা দেবে।
ইমোতে কোনো নির্দিষ্ট কন্ট্যাক্টের চ্যাট ইন্টারফেসে অ্যাটাচমেন্ট বারে খুঁজে পাওয়া যাবে নতুন সিক্রেট চ্যাট ফিচারটি।

নতুন ফিচারগুলোর কা‌রণে কোনো চ্যাট সেশন থেকে বের হওয়ার পরে সেখানকার সব কথোপকথন তাৎক্ষণিকভাবে মুছে যাবে। ‘সেলফ-ডেস্ট্রাকশন’ সুবিধার কারণে কেউ ওই সেশনের কোনো কথোপকথন পরে খুঁজে পাবে না।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: