মঙ্গলবার ০৭ মে ২০২৪, বৈশাখ ২৪ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামালপুরে শেখ হাসিনা সোলার পার্ক নির্মিত হচ্ছে

 প্রকাশিত: ০০:৩৭, ৩১ মে ২০২১

জামালপুরে শেখ হাসিনা সোলার পার্ক নির্মিত হচ্ছে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার যমুনা নদীর পাড়ে প্রায় ৭শ একর জমির উপর দেশের সবচেয়ে বড় ২০০ মেগাওয়াট শেখ হাসিনা সোলার পার্ক নির্মাণ করা হবে।
রোববার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সভা কক্ষে প্রকল্পের জন্য প্রায় ৭শ একর অকৃষি খাস জমি দীর্ঘমেয়াদী চুক্তিপত্র বন্দোবস্ত প্রধান ও দলিল হস্তান্তর করা হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানি প্রসারে মাদারগঞ্জের জোড়খালি ইউনিয়নের কাইজার চর এলাকার ‘শেখ হাসিনা সোলার পার্ক স্থাপনের জন্য আরপিসিএল- এর প্রস্তাবিত ১০০ মেগাওয়াট গ্রিড টাইপ সোলার বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও বিআর পাওয়ার জোন লিমিটেডের ১০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে যৌথভাবে ২০০ মেগাওয়াট চুক্তিপত্র স্বাক্ষর সম্পন্ন হয়। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: