শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, মাঝ পদ্মায় আটকে ৩ ফেরি

 প্রকাশিত: ১০:৫০, ১৭ জানুয়ারি ২০২১

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, মাঝ পদ্মায় আটকে ৩ ফেরি

ঘন কুয়াশা কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শনিবার (১৬ জানুয়ারি) রাত দেড়টা দিকে কুয়াশার কারণে মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে ছোট বড় মিলে তিনটি ফেরি আটকে আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন এই তথ্য জানান।

ফেরি সেক্টরের ওই কর্মকর্তা বলেন, শনিবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত দেড়টার দিকে কুয়াশা এতটাই বেশি ছিল যে কাছে বস্তুটিও দেখা সম্ভব হচ্ছিল না এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় অপেক্ষামাণ যানবাহনের সংখ্যা বাড়ছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হবে। এরপর সিরিয়াল অনুযায়ী অপেক্ষামাণ যানবাহনগুলোকে নৌরুট পারাপার করা হবে বলে জানান ব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন ।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: