শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৩৬০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করল সেনা কল্যাণ সংস্থার

 প্রকাশিত: ১৯:৫৮, ১৯ জানুয়ারি ২০২২

৩৬০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করল সেনা কল্যাণ সংস্থার

২০২০ সালে এসএসসি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে মোট ৩০৬ জন শিক্ষার্থীকে উৎসাহমূলক বৃত্তি প্রদান করছে সেনা কল্যাণ সংস্থা। তাদের মধ্য থেকে ৬১ জন ঢাকা জোনের শিক্ষার্থীকে সম্প্রতি এই বৃত্তি প্রদান করা হয়। রাজধানীর মহাখালিস্থ সেনা কনভেনশন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, এনডিসি, পিএসসি। সকল ডিভিশনের ডিরেক্টর জেনারেলরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের প্রত্যেককে ১০,০০০ টাকা হারে মোট ৩০৬ জন শিক্ষার্থীকে ৩,০৬০,০০০ টাকা প্রদান করা হচ্ছে। এর মধ্যে ঢাকাস্থ ৬১ জনকে আজ বৃত্তি প্রদান করা হয়। বাকিদের ডাকযোগে বৃত্তির টাকা পাঠানো হবে। শিক্ষিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে সেনা কল্যাণ সংস্থা জন্মলগ্ন থেকে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সন্তানদের লেখাপড়ার সহায়তায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক/স্নাতকোত্তর এই তিন পর্যায়ে শিক্ষামূলক বৃত্তিসহ কর্মক্ষেত্রেও পেশাগত দক্ষতায় দক্ষ করে তোলার জন্য পেশামূলক বৃত্তি প্রদান করে আসছে।

মন্তব্য করুন: