খুলনার উল্লাস পার্ক: একদিনের ভ্রমণে যা কিছু উপভোগ করা যায়
পরীক্ষার চাপ শেষে, শান্তির নিঃশ্বাস ফেলতে পৌঁছালাম খুলনার উল্লাস পার্কে, যা আগে মজগুনী পার্ক নামে পরিচিত ছিল। খুব দূরে নয়, দৌলতপুর থেকে মাত্র ২০ টাকায় ইজিবাইকে পৌঁছানো যায়। পার্কের প্রবেশমূল্য ১০০ টাকা। প্রবেশ করতেই ছোটদের জন্য রাইড, জলাধার, দোলনা আর নাগরদোলা দেখা যায়। এখানে ছোটরা যেমন মজা পায়, বড়রাও আবার সেসব রাইডে ফিরিয়ে দেয় পুরনো স্মৃতি।
শুক্রবার, ২ মে ২০২৫, ১৬:১৭