সোমবার ২০ মে ২০২৪, জ্যৈষ্ঠ ৬ ১৪৩১, ১২ জ্বিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের জন্য আর্থিক সহায়তা আটকে দিয়েছেন মার্কিন সিনেটর

 প্রকাশিত: ২১:৪৩, ২৫ জুন ২০২১

ফিলিস্তিনিদের জন্য আর্থিক সহায়তা আটকে দিয়েছেন মার্কিন সিনেটর

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য ৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা আটকে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর জেমস রিশ। এতে গাজা উপত্যকায় ভবন, সড়ক ও নিরাপদ পানি সরবরাহ স্থাপনা নির্মাণ বিলম্বিত হয়ে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসী ব্যাপক ভোগান্তিতে পড়বে।

গত মাসে ১১ দিনব্যাপী হামাস-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলি যুদ্ধবিমান গাজায় শত শত ভবন ধ্বংস করেছে। মিসরের সহায়তায় দুই পক্ষের যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ওই আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

তবে মার্কিন কংগ্রেসে পাস হওয়া ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা গত মাসে রিপাবলিকান সিনেটর জেমস রিশ বন্ধের পদক্ষেপ নেন। তিনি দাবি করেন, এই অর্থ হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে যাবে না সেটা আগে নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, ২০১৮ সালের একটি আইনকে ব্যবহার করে এটি আটকে দিয়েছেন সিনেটর জেমস।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: