রোববার ১৯ মে ২০২৪, জ্যৈষ্ঠ ৫ ১৪৩১, ১১ জ্বিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

নিজেদের তৈরি প্রথম বিমানবাহী রণতরি আনছে ভারত

 প্রকাশিত: ১৮:১৯, ২৫ জুন ২০২১

নিজেদের তৈরি প্রথম বিমানবাহী রণতরি আনছে ভারত

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে নিজেদের তৈরি প্রথম বিমানবাহী রণতরি আইএনএস বিক্রান্ত জলে ভাসানোর কথা জানিয়েছে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কেরালার কোচিতে রণতরিটির নির্মাণকাজ পরিদর্শন করে এই তথ্য জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

তিনি বলেন, ভারতের প্রথম ‘মেড ইন ইন্ডিয়া’ খ্যাত বিমানবাহী রণতরি আইএনএস বিক্রান্ত আগামী বছরই জলে ভাসানো হবে।

এ সময় রাজনাথ সিং আরও বলেন, ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে আইএনএস বিক্রান্তের কার্যক্রম শুরু করা হবে। এটা ভারতীয়দের জন্য ভীষণ গর্বের একটি বিষয়। একই সঙ্গে এটি আত্মনির্ভর ভারত গড়ার অনন্য একটি উদাহরণ।

আইএনএস বিক্রান্ত ইন্ডিজেনাস এয়ারক্রাফট ক্যারিয়ার ১ বা আইএসি-১ নামেও পরিচিত। কেরালার কোচিন শিপইয়ার্ড লিমিটেড ভারতের প্রথম বিমানবাহী এই রণতরি নির্মাণ করছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: