মঙ্গলবার ০৭ মে ২০২৪, বৈশাখ ২৩ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

তুরস্ক করোনার ভ্যাকসিন তৈরি করেছে: প্রেসিডেন্ট এরদোগান

 প্রকাশিত: ১৮:৫২, ১০ আগস্ট ২০২০

তুরস্ক করোনার ভ্যাকসিন তৈরি করেছে: প্রেসিডেন্ট এরদোগান

যুক্তরাষ্ট্র ও চীনের পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে তুরস্ক করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট এরদোগান। রাষ্ট্র, বেসরকারি খাত ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে দেশটি নিজস্ব উপায়ে ভ্যাকসিন তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে বলেও জানান তিনি।
রবিবার তুরস্কের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা কাউন্সিল তোবিতাক অ্যাক্সিলেন্স সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান এরদোগান।

তিনি বলেন, তুরস্কের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা কাউন্সিলের অর্থায়নে পরিচালিত কোভিড-১৯ তুর্কি প্ল্যাটফর্ম বর্তমানে ৮টি ভিন্ন ভ্যাকসিন এবং ১০টি ভিন্ন ওষুধ প্রয়োগ প্রকল্প নিয়ে কাজ করছে।

তিনি আরো বলেন, এরইমধ্যে প্রাণিদের ওপর ভ্যাকসিনের দুই ধরনের প্রয়োগমূলক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে তুরস্ক। তাদের মধ্যে একটি সম্প্রতি মানুষের ওপর পরীক্ষার নৈতিক অনুমোদন পেয়েছে বলেও জানান তিনি।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: