শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

৯ মাসে আফগানিস্তানে ৬ হাজার বেসামরিক নাগরিক হতাহত

 প্রকাশিত: ১৮:২৩, ২৮ অক্টোবর ২০২০

৯ মাসে আফগানিস্তানে ৬ হাজার বেসামরিক নাগরিক হতাহত

আফগানিস্তানে চলতি বছরে নয় মাসে প্রায় ৬ হাজার বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্ব সংস্থাটি জানিয়েছে তালেবান গোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে এসব হতাহতের ঘটনা ঘটেছে।

জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে আফগানিস্তানে ৫ হাজার ৯৩৯ জন হতাহত হয়েছেন। এদের মধ্যে ২ হাজার ১১৭ জন নিহত হয়েছেন এছাড়া ৩ হাজার ৮২২ জন আহত হয়েছেন।

ইউএনএএমএ’র ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক লোকদের ওপর ধ্বংসাত্মক প্রভাব সৃষ্টিকারি উচ্চমাত্রার সহিংসতা অব্যাহত রয়েছে। আফগানিস্তান এখনো বেসামরিকদের জন্য বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী স্থানগুলোর মধ্যে রয়েছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদী হামলার পর আফগানিস্তানের তালেবান সরকারকে উৎখাতের লক্ষ্য নিয়ে দেশটিতে সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেই সময় মার্কিন বাহিনীর পথ অনুসরণ করে ন্যাটো জোটের অন্য সদস্যদেশগুলোও। আফগানিস্তানে সেনা মোতায়েন করে তারা। এরপর থেকে গত ১৯ বছর ধরে দেশটিতে লড়াই চলছে। এই লড়াই শেষ করার লক্ষ্যেই দোহায় শান্তি আলোচনা শুরু করা হয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: